মেডিকেল ভর্তি প্রস্তুতি | ২০১৯-২০ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ PM
ঘনিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে মেডিকেল এর ২০১৯-২০ সালের সমাধানসহ প্রশ্ন।
1. পর্যায় সারণিতে 'inner-transition' মৌলের সংখ্যা কত?
(a) 28
(b) 26
(c) 24
(d) 30
2. কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়?
(a) নারিকেল
(b) গোলাপ
(c) লজ্জাবতী
(d) জবা
3. "গ্রহ গুলির গতিপথ উপবৃত্তাকার"- তত্ত্বটি কে আবিষ্কার করেছেন?
(a) কেপলার
(b) গ্যালিলিও
(c) টলেমি
(d) পিথাগোরাস
4. সার্বজনীন গ্রহীতা blood group কোনটি?
(a) O
(b) AB
(c) A
(d) B
5. 'Cycas' উদ্ভিদের সস্য নিচের কোন ধরনের?
(a) পলিপ্লয়েড
(b) হ্যাপ্লয়েড
(c) ট্রিপ্লয়েড
(d) ডিপ্লয়েড
6. শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে-
(a) dB
(b) DB
(c) Wm^-2
(d) Wm^-1
7. নিচের কোনটি অর্ধপরিবাহী নয়?
(a) সিলিকন
(b) জার্মেনিয়াম
(c) আর্জেন্টাম
(d) গ্যালিয়াম আর্সেনাইট
8. Which one is the correct word to fill up the gap in this sentence: Safrina has lost her cellphone again. This is the second time this___.
(a) is happening
(b) has happened
(c) happenes
(d) happened
9. নিচের কোনটি 'oxidation-reduction reaction'?
(a) CaCO3→ CaO + CO2
(b) NaCl + AgNO3→ NaNO3 + AgCl
(c) HF + KOH→ KF + H₂O
(d) 2H2S + SO2 → 2H2O + 3S
10. Which one of the following is past participle form of 'swim'?
(a) swum
(b) sweem
(c) swam
(d) swom
11. নিচের কোনটি সহজে পানির স্থায়ী খরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না?
(a) ফুটন্তকরণ
(b) Sodium carbonate সংযোজন
(c) পাতন
(d) Caustic soda সংযোজন
12. I am accustomed___such a life. Fill in the gap with appropriate prepostion given below.
(a) in
(b) to
(c) by
(d) with
13. নিচের কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে?
(a) সেরোটোনিন
(b) হেপারিন
(c) থ্রম্বোপ্লাস্টিন
(d) হিস্টামিন
14. আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়?
(a) শ্বেততন্ত্রময় তরুণাস্থি
(b) চুনময় তরুণাস্থি
(c) স্বচ্ছ তরুণাস্থি
(d) স্থিতিস্থাপক তরুণাস্থি
15. কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
(a) oxygen
(b) carbon dioxide
(c) nitrogen
(d) hydrogen
16. হাইড্রার কোন অংশে নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে?
(a) দেহকাণ্ড
(b) কর্ষিকা
(c) পাদচাকতি
(d) দেহ প্রাচীর
17. সিরাজ সাহেবের ভর 20 কেজি। তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত 'কাজের পরিমাণ' কত?
(a) 1080 J
(b) 980 J
(c) 900 J
(d) 1000 J
18. ফরমালডিহাইড এবং পটাশিয়াম উত্তপ্ত করা হলে কী পাওয়া যায়?
(a) methyl alcohol
(b) acetylene
(c) methane
(d) ethylformate
19. Choose the correct word to fill up the gap in the following sentence: Alam___in Dhaka for ten years. Now he lives in Rangpur.
(a) is living
(b) lived
(c) has been living
(d) has lived
20. এক (1) অশ্বশক্তি (Horse Power) সমান কত ওয়াট (watt)?
(a) 746
(b) 756
(c) 766
(d) 776
21 . নিচের কোন জীবে আদিকোষ থাকে?
(a) শৈবাল
(b) ব্যাকটেরিয়া
(c) ব্রায়োফাইটস
(d) ছত্রাক
22. কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে?
(a) টি-লিম্ফোসাইট
(b) বেসোফিল
(c) মনোসাইট
(d) বি-লিম্ফোসাইট
23. বিশুদ্ধ পানির pH কত?
(a) 5
(b) 8
(c) 7
(d) 6
24. নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি?
(a) NH3
(b) PH3
(c) H₂S
(d) H₂O
25. Which one of the following is an example of present perfect continuous tense?
(a) It has been raining
(b) It rained
(c) It was raining
(d) It had been raining
26. 1 (এক) কিউসেক পানির ঘনফল কত লিটার?
(a) 28.517
(b) 28.317
(c) 28.717
(d) 28.917
27. Which one of the following sentence is correct?
(a) If I won the lottery, I bought a big house
(b) If I win the lottery, I shall buy a big house
(c) If I won the lottery, I will buy a big house
(d) If I won the lottery, I shall buy a big house
28. তরলিত প্রাকৃতিক গ্যাস কীসে সমৃদ্ধ?
(a) hexane
(b) butane
(c) propane
(d) methane
29. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
(a) চামেলি হাউজ
(b) বাংলা ভবন
(c) বর্ধমান হাউজ
(d) আহসান মঞ্জিল
30. কোন সালে বাংলাদেশ ক্রিকেট "ওয়ানডে স্ট্যাটাস" লাভ করে?
(a) 1998
(b) 1999
(c) 1996
(d) 1997
31. For present perfect tense, which one of the following is correct?
(a) Ashraf had gone to Faridpur
(b) Ashraf went to Faridpur
(c) Ashraf has gone to Faridpur
(d) Ashraf has been to Faridpur
32. শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়?
(a) অ্যালভিওলাস
(b) ট্রাকিয়া
(c) ব্রঙ্কিওল
(d) ব্রঙ্কাস
33. কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন?
(a) মহম্মদ রাফি
(b) লতা মঙ্গেস্কার
(c) জর্জ হ্যারিসন
(d) এলভিস প্রিসলি
34. নিচের কোনটি দ্বিস্তরী?
(a) ম্যালেরিয়া জীবাণু
(b) ফিতা কৃমি
(c) হাইড্রা
(d) জোঁক
35. পদার্থবিদ্যার নিচের কোনটি Power এর একক নয়?
(a) অশ্বশক্তি
(b) ওয়াট
(c) জুল
(d) জুল/সেকেন্ড
36. Stainless steel-এ steel ছাড়া আর কী থাকে?
(a) chromium
(b) vanadium
(c) manganese
(d) nickel
37. প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু নিচের কোন করোটিক স্নায়ুতে পাওয়া যায়?
(a) অকুলোমোটর
(b) অপটিক
(c) ট্রকলিয়ার
(d) অলফ্যাক্টরি
38. নিচের কোন অঙ্গ এরিথ্রোপোয়েটিন (Erythropoietin) উৎপাদন করে?
(a) ফুসফুস
(b) হৃৎপিণ্ড
(c) মগজ
(d) বৃক্ক
39. মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়?
(a) ফুসফুস
(b) বৃহদন্ত্র
(c) যকৃত
(d) ক্ষুদ্রান্ত্র
40. চাপের S.I একক কোনটি?
(a) cmHg
(b) Pascal
(c) mmHg
(d) cmH2O
41. উত্তল লেন্স কেমন হতে পারে না?
(a) bi-convex
(b) concavo-convex
(c) plano-convex
(d) cylindrical
42. পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব-
(a) কমে
(b) বাড়ে
(c) শূন্য হয়
(d) একই থাকে
43. পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক-
(a) 273.45°C
(b) 273.25°C
(c) 273.15°C
(d) 273.35°C
44. নিচের কোনটি 'gaseous oxidizing agent'?
(a) H2O2
(b) 03
(c) H2SO4
(d) KMnO4
45. নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড?
(a) ICH2COOH
(b) ClCH2COOH
(c) BrCH2COOH
(d) H2FSbF6
46. রঙধনুর সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
(a) প্রতিফলন
(b) বিচ্ছুরণ
(c) প্রতিসরণ
(d) বিরলিকরণ
47. Synonym for 'Ability' are all of the following except :
(a) Talent
(b) Competency
(c) Skill
(d) Avail
48. 'কবুতর' কোন শ্রেণির প্রাণী?
(a) Amphibia
(b) Aves
(c) Actinopterygii
(d) Reptilia
49. নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) অগ্ন্যাশয়
(d) এড্রেনাল
50. Which one of the following is not a noun ?
(a) Childhood
(b) Purity
(c) Loneliness
(d) Fairly
51. আর্সেনিকের নিরাপদ মাত্রা কত?
(a) 0.01 mg/L
(b) 0.001 mg/L
(c) 1 mg/L
(d) 0.1 mg/L
52. নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয়?
(a) Ammonia
(b) Carbon
(c) Iodine
(d) Nitrogen
53. নিচের কোনটি প্রধান 'green house gas'?
(a) O3
(b) CFC
(c) CO2
(d) CH4
54. নিচের কোনটি DNA ভাইরাস ?
(a) টোবাকো মোজাইক
(b) চিকুনগুনিয়া
(c) ডেঙ্গু
(d) হেপাটাইটিস বি
55. For present continuous tense, which of the following is correct?
(a) Don't make so much noise, I am trying to work
(b) Don't make so much noise, I had tried to work
(c) Don't make so much noise, I tried to work
(d) Don't make so much noise, I was trying to work
56. অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়?
(a) একটি
(b) চারটি
(c) দুইটি
(d) তিনটি
57. 'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
(a) সোহরাওয়ার্দী উদ্যান
(b) মেহেরপুর
(c) ঢাকা সেনানিবাস
(d) রাজশাহী বিশ্ববিদ্যালয়
58. সুন্দরবনকে 'World Heritage' ঘোষণা করেছে কোন সংস্থা?
(a) UNDP
(b) UNESCO
(c) WHO
(d) ILO
59. নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়?
(a) জরায়ু
(b) পাকস্থলী
(c) জিহ্বা
(d) হৃৎপিণ্ড
60. 'ফ্ল্যাজেলাযুক্ত স্পোর' কী নামে অবহিত?
(a) Zoospore
(b) Hypnospore
(c) Aplanospore
(d) Resting spore
61. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
(a) ৯ জানুয়ারি
(b) ১২ জানুয়ারি
(c) ১১ জানুয়ারি
(d) ১০ জানুয়ারি
62. 'চাকা' এর সাথে কোনটি সম্পর্কহীন?
(a) তাম্র যুগ
(b) রৌপ্য যুগ
(c) চক্র কেন্দ্র
(d) চক্র বেড়
63. মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে?
(a) ফুসফুস
(b) যকৃত
(c) ক্ষুদ্রান্ত্র
(d) অগ্ন্যাশয়
64. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(a) ১২
(b) ১০
(c) ১১
(d) ১৩
65. কোন Lipoprotein কে Bad cholesterol বলে?
(a) Chylomicron
(b) Low density lipoprotein
(c) Very low density lipoprotein
(d) High density lipoprotein
66. Which one of the following sentences is in passive form?
(a) Somebody is using the computer now.
(b) Somebody has cleaned the room.
(c) The room has been cleaned.
(d) They are building a new road in the city
67. কোন বন্ধন (bond) দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে?
(a) covalent
(b) ionic
(c) hydrophobic
(d) hydrophilic
68. কার অর্থায়নে "পদ্মা সেতু” নির্মিত হচ্ছে?
(a) বাংলাদেশ সরকার
(b) আই এম এফ
(c) বিশ্ব ব্যাংক
(d) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
69. নিচের কোনটি অপ্রকৃত ফল?
(a) পেয়ারা
(b) লিচু
(c) আম
(d) আনারস
70. অর্ধ জীবন (half-life) এর প্রতীক কোনটি?
(a) 1/2 t
(b) t/2
(c) T/2
(d) 1/2 T
71. নিচের কোন এনজাইম glucose কে ethyl alcohol এ পরিবর্তিত করে?
(a) Diastase
(b) Maltase
(c) Zymase
(d) Invertase
72. সেন্টিগ্রেড স্কেলে 98.5° ফারেনহাইট তাপমাত্রার মান কত?
(a) 45.456°C
(b) 35.944°C
(c) 36.544°C
(d) 36.944°C
73. কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয়?
(a) base
(b) acid
(c) alkali
(d) salt
74. নিচের কোনটি পদার্থবিদ্যা লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না?
(a) Ultrasound
(b) Biometric attendance
(c) X-ray
(d) Magnetic Resonance Imaging
75. নিচের কোন 'হাইড্রক্সাইড' টি অম্লধর্মী?
(a) Ga(OH)3
(b) B(OH)3
(c) Mg(OH)2
(d) Zn(OH)2
76. ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি?
(a) কাইটিন
(b) আরগোস্টেরল
(c) গ্লাইকোজেন
(d) সেলুলোজ
77. Antonym of 'Refractory' is:
(a) Stubborn
(b) Obedient
(c) Intractable
(d) Cussed
78. "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি ১৯৭১ সালের কোন তারিখে প্রদান করেন?
(a) ৭ মার্চ
(b) ৮ মার্চ
(c) ৫ মার্চ
(d) ৬ মার্চ
79. 'LASER' এর পূর্ণরূপ কোনটি?
(a) Light Amplification by Stimulated Emission of Radiation
(b) Light Amplification by Stimulated Emission of Electromagnetic Radiation.
(c) Light Augmentation by Stimulated Emission of Radiation
(d) Light Amplification by Stimulated Emission of Rays
80. সিলোমহীন পর্ব কোনটি?
(a) Nematoda
(c) Chordata
(b) Annelida
(d) Fasciola hepatica
81. নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে?
(a) ammonia
(b) nitrogen peroxide
(c) nitrous acid
(d) nitric acid
82. সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে?
(a) 5
(b) 1
(c) 13
(d) 11
[বি.দ্র.: সঠিক উত্তর 10 টি; নিকটতম অপশন 11 টি]
83. নিচের 'flame test' এ 'Golden yellow' প্রতীয়মান হয়?
(a) Cu
(b) Na
(c) Ca
(d) K
84. সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়?
(a) সিকামে
(b) ডিওডেনামে
(c) পাকস্থলিতে
(d) জেজুনামে
85. পাকস্থলির কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়?
(a) প্যারাইটাল কোষ
(b) জি-কোষ
(c) মিউকাস কোষ
(d) পেপটিক কোষ
86. 48.0 মিটার/সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে?
(a) 4.8 sec
(b) 9.0 sec
(c) 8.4 sec
(d) 9.8 sec
87. ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি?
(a) 12
(b) 8
(c) 10
(d) 14
88. আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
(a) carbon monoxide
(b) nitrogen oxide
(c) sulphur dioxide
(d) carbon dioxide
89. She said, "I taught in many schools"-what is the indirect speech of the sentence?
(a) She said she had educated in many schools
(b) She said that she taught in many schools.
(c) She said: she had taught in many schools.
(d) She said that she had taught in many schools
90. নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না?
(a) কোষ প্রাচীর
(b) প্লাস্টিড
(c) সঞ্চিত খাদ্য শ্বেতসার
(d) সেন্ট্রোসোম
91. The word 'right' has been used as a verb which of the following sentences?
(a) It is a matter of right.
(b) He is the right man for the job.
(c) serve him right
(d) It is such a fault that it will right itself.
92. In which of the following sentences 'but' is used as preposition?
(a) We tried hard but did not succeed.
(b) There is no one but likes him.
(c) None but the brave deserves the fair.
(d) It is but right to admit our faults.
93. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
(a) লুই কান
(b) এফ আর খান
(c) মরিস জনসন
(d) রবিউল হোসেন
94. মস (Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী?
(a) Gametangium
(b) Sporangium
(c) Archegonium
(d) Antheridium
95. মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
(a) সাইটোকাইনেসিস
(b) অ্যামাইটোসিস
(c) ডায়াকাইনেসিস
(d) ক্যারিওকাইনেসিস
96. 5% Sodium carbonate solution এর মোলারিটি কত?
(a) 0.88 M
(b) 0.98 M
(c) 0.47 M
(d) 0.74 M
97. পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি?
(a) Electromagnetism
(b) Astronomy
(c) Thermodynamics
(d) Anthropometry
98. নিচের কোনটি এসিড বৃষ্টির জন্য দায়ী?
(a) 02
(b) CO2
(c) SO2
(d) co
99. শূন্যে আলোর গতি হচ্ছে -------- meter/second.
(a) 299 792 458
(b) 499 992 658
(c) 599 692 758
(d) 399 892 558
100. হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলা (Junctional tissue) কে পেসমেকার বলা হয়?
(a) বান্ডেল অব হিজ
(b) অ্যাট্রিও-ভেনট্রিকুলার নোড
(c) পারকিনজি তন্ত্র
(d) সাইনো-অ্যাট্রিয়াল নোড
উত্তরসমূহ: 1.A 2.D 3.A 4.B 5.B 6.C 7.C 8.B 9.D 10.A 11.A 12.B 13.A 14.A 15.C 16.B 17.B 18.A 19.D 20.A 21.B 22.D 23.C 24.A 25.A 26.B 27.B 28.D 29.C 30.D 31.D 32.A 33.C 34.C 35.C 36.A 37.A 38.D 39.B 40.B 41.D 42.A 43.C 44.B 45.D 46.D 47.D 48.B 49.D 50.D 51.A 52.A 53.C 54.D 55.A 56.D 57.A 58.B 59.C 60.A 61.D 62.B 63.B 64.C 65.B 66.C 67.A 68.A 69.D 70.C 71.C 72.D 73.B 74.B 75.B 76.A 77.B 78.A 79.A 80.D 81.C 82.D 83.B 84.D 85.A 86.D 87.A 88.D 89.D 90.D 91.D 92.C 93.A 94.C 95.D 96.C 97.D 98.C 99.A 100.D